Kishore Kumar Hits

Manisha Murali Nair - Chandalika şarkı sözleri

Sanatçı: Manisha Murali Nair

albüm: Chandalika


ফুল বলে, ধন্য আমি
ধন্য আমি মাটির 'পরে
ফুল বলে
দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে
ফুল বলে
জন্ম নিয়েছি ধূলিতে
দয়া করে দাও ভুলিতে
দাও ভুলিতে, দাও ভুলিতে
জন্ম নিয়েছি ধূলিতে
দয়া করে দাও ভুলিতে
দাও ভুলিতে, দাও ভুলিতে
নাই ধূলি মোর অন্তরে
নাই নাই ধূলি মোর অন্তরে
তুই অবাক করে দিলি আমায় মেয়ে
তুই অবাক করে দিলি আমায় মেয়ে
পুরাণে শুনি না কি তপ করেছেন উমা
রোদের জ্বলনে
তোর কি হল তাই
তুই অবাক করে দিলি আমায় মেয়ে
তুই অবাক করে দিলি আমায় মেয়ে
হ্যাঁ মা, আমি বসেছি তপের আসনে
হ্যাঁ মা, আমি বসেছি তপের আসনে
তোর সাধনা কাহার জন্যে
তোর সাধনা কাহার জন্যে
যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক
বচনহারা আমাকে দিয়েছে বাক
যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে বাক
যে আমারি জেনেছে নাম
ওগো তারি নামখানি মোর হৃদয়ে থাক
যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে বাক
আমি তারি বিচ্ছেদদহনে
তপ করি চিত্তের গহনে
আমি তারি বিচ্ছেদদহনে
তপ করি চিত্তের গহনে
দুঃখের পাবকে হয়ে যায় শুদ্ধ
অন্তরে মলিন যাহা আছে রুদ্ধ
অপমান-নাগিনীর খুলে যায় পাক
যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে বাক
কিসের ডাক তোর কিসের ডাক
কিসের ডাক তোর কিসের ডাক
কোন পাতালবাসী অপদেবতার ইশারা
তোকে ভুলিয়ে নিয়ে যাবে
আমি মন্ত্র পড়ে কাটাব তার মায়া
আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে
জল দাও, জল দাও, জল দাও
পোড়া কপাল আমার
কে বলেছে তোকে "জল দাও"?
পোড়া কপাল আমার
কে বলেছে তোকে "জল দাও"?
সে কি তোর আপন জাতের কেউ
সে কি তোর আপন জাতের কেউ
হ্যাঁ গো মা, সেই কথাই তো বলে গেলেন তিনি
তিনি আমার আপন জাতের লোক
আমি চণ্ডালী, সে যে মিথ্যা, সে যে মিথ্যা
সে যে দারুণ মিথ্যা
শ্রাবণের কালো যে মেঘ
তারে যদি নাম দাও "চণ্ডাল"
তা বলে কি জাত ঘুচিবে তার
অশুচি হবে কি তার জল
তিনি বলে গেলেন আমায়
নিজেরে নিন্দা কোরো না
মানবের বংশ তোমার
মানবের রক্ত তোমার নাড়ীতে
ছি ছি মা, মিথ্যা নিন্দা রটাস নে নিজের
সে যে পাপ
রাজার বংশে দাসী জন্মায় অসংখ্য
আমি সে দাসী নই
দ্বিজের বংশে চণ্ডাল কত আছে
আমি নই চণ্ডালী
কী কথা বলিস তুই
আমি যে তোর ভাষা বুঝি নে
কী কথা বলিস তুই
আমি যে তোর ভাষা বুঝি নে
তোর মুখে কে দিল এমন বাণী
স্বপ্নে কি কেউ ভর করেছে তোকে
তোর গতজন্মের সাথি
আমি যে তোর ভাষা বুঝি নে
এ নতুন জন্ম, নতুন জন্ম
নতুন জন্ম আমার
এ নতুন জন্ম, নতুন জন্ম
নতুন জন্ম আমার
সেদিন বাজল দুপুরের ঘণ্টা
ঝাঁ ঝাঁ করে রোদ্দুর
স্নান করাতেছিলেম কুয়োতলায়
মা-মরা বাছুরটিকে
সামনে এসে দাঁড়ালেন
বৌদ্ধ ভিক্ষু আমার
বললেন, "জল দাও
জল দাও, জল দাও"
শিউরে উঠল দেহ আমার
চমকে উঠল প্রাণ
শিউরে উঠল দেহ আমার
চমকে উঠল প্রাণ
বল দেখি মা
সারা নগরে কি কোথাও নেই জল!
কেন এলেন আমার কুয়োর ধারে
আমাকে দিলেন সহসা
মানুষের তৃষ্ণা-মেটানো সম্মান

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar