নৃত্যের তালে তালে, হে নটরাজ
নৃত্যের তালে তালে
ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে
নৃত্যের তালে তালে
সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও
সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও
মুক্ত সুরের ছন্দ হে
নৃত্যের তালে তালে
তোমার চরণপবনপরশে সরস্বতীর মানসসরসে
তোমার চরণপবনপরশে সরস্বতীর মানসসরসে
যুগে যুগে কালে কালে, সুরে সুরে তালে তালে
ঢেউ তুলে দাও, মাতিয়ে জাগাও অমলকমলগন্ধ হে
নৃত্যের তালে তালে, হে নটরাজ
নৃত্যের তালে তালে
নমো নমো নমো
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম
ভরুক চিত্ত মম
ভরুক চিত্ত মম
নমো নমো নমো
নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া
বিশ্বতনুতে অণুতে অণুতে কাঁপে নৃত্যের ছায়া
নৃত্যে তোমার মায়া
তোমার বিশ্ব-নাচের দোলায় দোলায়, বাঁধন পরায় বাঁধন খোলায়
যুগে যুগে কালে কালে, সুরে সুরে তালে তালে
অন্ত কে তার সন্ধান পায় ভাবিতে লাগায় ধন্দ হে
নৃত্যের তালে তালে, হে নটরাজ
নৃত্যের তালে তালে
নমো নমো নমো
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম
ভরুক চিত্ত মম
ভরুক চিত্ত মম
নমো নমো নমো
নৃত্যের বশে সুন্দর হল বিদ্রোহী পরমাণু
পদযুগ ঘিরে জ্যোতিমঞ্জীরে বাজিল চন্দ্র ভানু
নৃত্যের বশে সুন্দর হল বিদ্রোহী পরমাণু
পদযুগ ঘিরে জ্যোতিমঞ্জীরে বাজিল চন্দ্র ভানু
তব নৃত্যের প্রাণবেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায়
তব নৃত্যের প্রাণবেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায়
যুগে যুগে কালে কালে, সুরে সুরে তালে তালে
সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ হে
নৃত্যের তালে তালে, হে নটরাজ
নৃত্যের তালে তালে
নমো নমো নমো
তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম
ভরুক চিত্ত মম
ভরুক চিত্ত মম
নমো নমো নমো
মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটাজালে
লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণিতালে
ওগো সন্ন্যাসী, ওগো সুন্দর, ওগো শঙ্কর, হে ভয়ঙ্কর
যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে
জীবন-মরণ-নাচের ডমরু বাজাও জলদমন্দ্র হে
নৃত্যের তালে তালে, হে নটরাজ
নৃত্যের তালে তালে
নমো নমো নমো
নমো নমো নমো
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri