Kishore Kumar Hits

Manisha Murali Nair - Sandhya Holo Go şarkı sözleri

Sanatçı: Manisha Murali Nair

albüm: Swapancharini


সন্ধ্যা হল গো, ও মা
সন্ধ্যা হল, বুকে ধরো
অতল কালো স্নেহের মাঝে
ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো
সন্ধ্যা হল গো, ও মা
ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো
সব যে কোথায় হারিয়েছে গো
ছড়ানো এই জীবন তোমার
আঁধার-মাঝে হোক-না জড়ো
সন্ধ্যা হল গো, ও মা
আর আমারে বাইরে তোমার
কোথাও যেন না যায় দেখা
তোমার রাতে মিলাক আমার
জীবনসাঁজের রশ্মিরেখা
আর আমারে বাইরে তোমার
কোথাও যেন না যায় দেখা
তোমার রাতে মিলাক আমার
জীবনসাঁজের রশ্মিরেখা
আমায় ঘিরি আমায় চুমি
কেবল তুমি, কেবল তুমি
আমার বলে যা আছে, মা
তোমার করে সকল হরো
সন্ধ্যা হল গো, ও মা
সন্ধ্যা হল, বুকে ধরো
অতল কালো স্নেহের মাঝে
ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো
সন্ধ্যা হল গো, ও মা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar