Kishore Kumar Hits

Chandana Majumder - Pranbondhu Bihone şarkı sözleri

Sanatçı: Chandana Majumder

albüm: Pranbondhu Bihone


ওরে বিপদ ভনজন মধু সুধন
নামটি মওলা ধরো রে
এ সংসারে
দয়াল গুরু বিনে বন্ধু কেহ
নাই ওরে
এ সংসারে
ওরে বিপদ ভনজন মধু সুধন
নামটি মওলা ধরো রে
এ সংসারে
দয়াল গুরু বিনা বন্ধু কেহ
নাই ওরে
এ সংসারে
মন তোমারে বিনয় করি
চাঁদ বদনে বলো হরি রে
মন তোমারে বিনয় করি
চাঁদ বদনে বলো হরি রে
ও তোমার সাধনের ধন
হইলো চুরি কার বা রইলা
চাইয়া রে
এ সংসারে
দয়াল গুরু বিনে বন্ধু কেহ
নাই ওরে
এ সংসারে
স্ত্রী পুত্র পরিবার ও
কেউ যাবে না সঙ্গে কারো রে
স্ত্রী পুত্র পরিবার ও
কেউ যাবে না সঙ্গে কারো রে
ওরে মরিলে মন ও তা নাই রে
করবে ঘরে বারো রে
এ সংসারে
দয়াল গুরু বিনে বন্ধু কেহ
নাই ও রে
এ সংসারে
ভাইবে রাধা রমন বলে
মানব জনম যায় বিফলে রে
ভাইবে রাধা রমন বলে
মানব জনম যায় বিফলে রে
ও তোমার সমন তরী ঘাটে বান্ধা
নিকটে নিদানে রে
এ সংসারে
দয়াল গুরু বিনে বন্ধু কেহ
নাই ওরে
এ সংসারে
ওরে বিপদ ভনজন মধু সুধন
নামটি মওলা ধরো রে
এ সংসারে
দয়াল গুরু বিনে বন্ধু কেহ
নাই ওরে
এ সংসারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar