Kishore Kumar Hits

Chandana Majumder - Amar Pran Jay şarkı sözleri

Sanatçı: Chandana Majumder

albüm: Pranbondhu Bihone


আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে গো
আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে গো
ও প্রাণবৃন্দে আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে
আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে গো
আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে গো
ও প্রাণবৃন্দে আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে

নিদ্রার ছলে শুইয়া থাকি গো
আমি শুইলে স্বপনে দেখি গো
নিদ্রার ছলে শুইয়া থাকি গো
আমি শুইলে স্বপনে দেখি গো
আমি জাগিয়া না...
আমি জাগিয়া না পাইলাম চিকন কালারে
প্রাণবৃন্দে আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে

বন্ধু হারা জিতে মরা গো
আমি হইয়াছি পাগলপারা গো
বন্ধু হারা জিতে মরা গো
আমি হইয়াছি পাগলপারা গো
আমি পাগল নহি...
আমি পাগল নহি পাগলিনীর মতো গো
প্রাণবৃন্দে আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে

ভাইবে রাধারমণ বলে গো
আমার প্রেমানলে অঙ্গ জ্বলে গো
ভাইবে রাধারমণ বলে গো
আমার প্রেমানলে অঙ্গ জ্বলে গো
আমার মনের দুঃখ...
আমার মনের দুঃখ রইলো আমার মনে গো
প্রাণবৃন্দে আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে
আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে গো
আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে গো
ও প্রাণবৃন্দে আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে
ও প্রাণবৃন্দে আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে
ও প্রাণবৃন্দে আমার প্রাণ যায় প্রাণবন্ধু বিহনে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar