Chandana Majumder - Shyam Tumi Aao Na Kene şarkı sözleri
Sanatçı:
Chandana Majumder
albüm: Pranbondhu Bihone
তুমি আও না ক্যানে
রসো বৃন্দাবনে রে আনন্দের স্থানে
শ্যাম তুমি আও না ক্যানে
♪
আও না ক্যানে
রসো বৃন্দাবনে রে আনন্দের স্থানে
শ্যাম তুমি আও না ক্যানে
শ্যাম তুমি আও না ক্যানে
তুমি আও না ক্যানে
রসো বৃন্দাবনে রে আনন্দের স্থানে
শ্যাম তুমি আও না ক্যানে
শ্যাম তুমি আও না ক্যানে
♪
বকুল ফুলটি বাসি হল
মধু কী শুকাইয়া গেল রে
বকুল ফুলটি বাসি হল
মধু কী শুকাইয়া গেল রে
তুমি না আসিয়া জানিলা কেমনে
রে আনন্দের স্থানে
শ্যাম তুমি আও না ক্যানে
শ্যাম তুমি আও না ক্যানে
♪
ছয়ষট্টি ফুল বিন্দাবন কার কুঞ্জে বাজাইয়া মনরে
ছয়ষট্টি ফুল বিন্দাবন কার কুঞ্জে বাজাইয়া মনরে
তুমি রাধা রে কান্দায়া সাজলায় পাসান রে
আনন্দের স্থানে
শ্যাম তুমি আও না ক্যানে
শ্যাম তুমি আও না ক্যানে
♪
ভাইবে রাধা রামন বলে
ভাসায়লাম বুক নয়ন জলে রে
ভাইবে রাধা রামন বলে
ভাসায়লাম বুক নয়ন জলে রে
আমি তোমার কথা রাখিয়া মনে তে রে
আনন্দের স্থানে
শ্যাম তুমি আও না ক্যানে
শ্যাম তুমি আও না ক্যানে
আও না ক্যানে
রসো বৃন্দাবনে রে আনন্দের স্থানে
শ্যাম তুমি আও না ক্যানে
শ্যাম তুমি আও না ক্যানে
শ্যাম তুমি আও না ক্যানে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri