ছেঁড়া মেঘ, ছেঁড়া পাল
ছেঁড়া স্বপ্নতে মিছেমিছি বোনা জাল
পোড়া রোদ আজ পথহারা ছেঁড়া ঘুড়ির বাঁকে
একা ঘর, একা মন
একা বালিশের ভিজে যাওয়া কোণ
অভিমানী ওপাশ শূন্যতায় ভাসে
নিভু আলোয় ক্ষীণ আশ
জেগে ওঠা কিছু দীর্ঘশ্বাস
ছুঁয়ে যাওয়া স্পর্শ নেভার পথে
ফিকে রঙ, ফিকে স্বাদ
ফিকে জীবনের কিছু দীর্ঘ রাত
ফিকে হয় যত শব্দ নিঃশব্দের ভাঁজে
♪
ভাঙে ঢেউ, ভাঙে পাড়
ভেঙে ভেতরটা অন্ধকার
অবিরত সব চৌচির দৃষ্টির আড়ালে
খোঁজে ঠোঁট, চেনা মুখ
খোঁজে ঘামে ভেজা উষ্ণ সুখ
খোঁজে বোকা রাত, সারারাত চেনা হাত হারালে
ভেজা চোখ না ঘোলা কাঁচ?
ভেজা স্মৃতি টেনে আনে দূরের আকাশ
ভেজা ঝাঁপটা নিঃসঙ্গ ইটের দেয়ালে
ফাঁকা পথ, ফাঁকা সব
ফাঁকা পাঁজরে সযতনে ঢাকা অনুভব
ফাঁকা উৎসব চারপাশ শুধু চোখ ফেরালে
নোনা জলে ঢাকা, শুধু চেয়ে থাকা
তার চলে যাওয়া পথে
পথ মুছে গেছে একা ফেলে রেখে
জানি আসবেনা আর ফিরে
তবু আমি জেগে অপেক্ষাতে অবিচল
যদি ফিরে আসে, এসে বলে, "সাথে চল"
আজও আমি জেগে অপেক্ষাতে চোখে জল
যদি ফিরে এসে বলে, "আমার সাথে চল"
আজও আমি জেগে অপেক্ষাতে চোখে জল
যদি ফিরে আসে, এসে বলে
♪
আছি অপেক্ষায়
♪
আছি অপেক্ষায়
♪
আছি অপেক্ষায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri