নিকষ কালো রাতের সাথে মনের গহীন কোনে
চেপে রাখা ইচ্ছেটার ডাকাডাকি
জানি পরিণাম হবে না ভালো
তবু কেন মন তোমার পথে পা বাড়ালো চুপিচুপি
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দিতে চায় ইচ্ছেমত
চাওয়া না চাওয়ার দ্বন্দ্বে বিভোর
তবু মন হারাচ্ছে অবিরত, ক্রমাগত, পরাজিত
জানালা খুলে দাও
ঘরের সব আলো নিভিয়ে দিয়ে হাত বাড়াও
আমার ভুলের আহ্বানে সীমানা তুলে নাও
নিয়মের সব বাঁধা পেছনে ফেলে
ভেসে যাও ভুলের আহ্বানে
♪
তোমার দূরে থাকার মতো
সময়ের সব ক্ষত ভুলে যাই উষ্ণতার নিঃশ্বাসে
আমার যত না দেখা গল্প
তোমায় ছুঁয়ে ছুঁয়ে আজ তা ফুরালো, অবশেষে
অস্থিরতায় আকাশ পাগল
সীমাহীন সীমানা পরাজিত
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দেবার ইচ্ছে শত শত, ক্রমাগত, অবিরত
জানালা খুলে দাও
ঘরের সব আলো নিভিয়ে দিয়ে হাত বাড়াও
আমার ভুলের আহ্বানে সীমানা তুলে নাও
নিয়মের সব বাঁধা পেছনে ফেলে
ভেসে যাও ভুলের আহ্বানে
আগুনের ধ্বনি রক্তে শত
ছুঁয়ে দিতে চায় ইচ্ছেমত
অস্থিরতায় আকাশ পাগল
সীমাহীন সীমানা অবিরত (শত শত), ক্রমাগত (ক্রমাগত), পরাজিত
জানালা খুলে দাও
ঘরের সব আলো নিভিয়ে দিয়ে হাত বাড়াও
আমার ভুলের আহ্বানে সীমানা তুলে নাও
নিয়মের সব বাঁধা পেছনে ফেলে
ভেসে যাও ভুলের আহ্বানে
জানালা খুলে দাও (বাস্তবতায় আকাশ পাগল)
সীমানা তুলে নাও (চাওয়া না চাওয়ার দ্বন্দ্বে বিভোর)
জানালা খুলে দাও (তবু মন গড়াচ্ছে)
আমার ভুলের আহ্বানে
জানালা খুলে দাও
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri