নীরবতা চিৎকার করে যায়
এসো না স্পর্শের আড়ালে
অবহেলা জানিয়ে দিয়ে যায়
হলো না নীলে জড়ালে
যতোটা দূরে
এ দৃষ্টি জুড়ে
শুধু তুমিহীনতা ছেয়ে রয়
কতোটা পুড়ে
ধোঁয়াশা ওড়ে
তবু তোমার অজানা হয়ে রয়
পায়ে পথের ধুলো
মুঠো ভরা আলো
যতদূর সাদাকালো পেরিয়ে
চেনা পথের বাঁকে
মিছে স্বপ্ন এঁকে
অগোছালো এলোমেলো দুজনে দুপথে
থাকবে না পিছুটান
রাখবো না অভিমান
যাচ্ছি ফিরে
যতোটা দূরে
এ দৃষ্টি জুড়ে
শুধু তুমিহীনতা ছেয়ে রয়
কতোটা পুড়ে
ধোঁয়াশা ওড়ে
তবু তোমার অজানা হয়ে রয়
নীরবতা চিৎকার করে যায়
এসো না স্পর্শের আড়ালে
অবহেলা জানিয়ে দিয়ে যায়
হলো না নীলে জড়ালে
যতোটা দূরে
এ দৃষ্টি জুড়ে
শুধু তুমিহীনতা ছেয়ে রয়
কতোটা পুড়ে
ধোঁয়াশা ওড়ে
তবু তোমার অজানা হয়ে রয়
যতোটা দূরে
এ দৃষ্টি জুড়ে
শুধু তুমিহীনতা ছেয়ে রয়
কতোটা পুড়ে
ধোঁয়াশা ওড়ে
তবু তোমার অজানা হয়ে রয়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri