যুদ্ধ আমি চাই না, তবু রক্ত কেন ঝরে? জ্বলছে শুধু ঘৃণার আগুন মোর সুপ্ত হৃদয়ে দিয়েছো শুধু হতাশা-বিস্মৃতির এক পৃথিবী দিয়েছো আমায় বিদ্রোহী সমাজের নীরব কবি দেখেছিলাম আমি সুন্দর এক পৃথিবীর স্বপ্ন ছুটেছিলাম স্মৃতির মাঝে আনন্দে বিভোর চাই না আমি মুখোশে ঢাকা মিথ্যে নাট্যশালা জ্বলবে ভালোবাসা দ্বিপ্রহর, রবে দিশেহারা ♪ দেখছি আজ শুধু তোমার মানব ধ্বংসলীলা শুনছি আজ শুধুই তোমার মিথ্যে উপহাস আর অবহেলা জাগ্রত আজ সুশীল সমাজ বিব্রত হলে তুমি হয়তো খেলবে নতুন খেলা, তবু জিতবে তারুণ্যের বাণী দেখেছিলাম আমি সুন্দর এক পৃথিবীর স্বপ্ন ছুটেছিলাম স্মৃতির মাঝে আনন্দে বিভোর চাই না আমি মুখোশে ঢাকা মিথ্যে নাট্যশালা জ্বলবে ভালোবাসা দ্বিপ্রহর, রবে দিশেহারা চাই না আমি মুখোশে ঢাকা মিথ্যে নাট্যশালা জ্বলবে ভালোবাসা দ্বিপ্রহর, রবে দিশেহারা