একটা সকালের গান গাই যে সকাল সুসংবাদ চিনে না একটা পুরোনো ডাকবাক্স পড়ে আছে ভীষণ জড়তায় আর অন্ধকার এভাবে প্রতিবার তবু বলি শোনো চিঠি ফেরত আসে নি এখনো তাই শুনবে কি মরমধ্বনি সারারাত আহত পাখির সুরে আর গড়াবে অজস্র জল প্রতিবার বেজে যাক তবু আমার গীটার একটা ছায়ার মত কেউ দাঁড়ায় বুকের মাঝে উঠে নদী ভরা ঢেউ ডাকে আকুল স্বরে নিভে যায় তারা এরপর আধারে অতল আর অন্ধকার এভাবে প্রতিবার তবু বলি শোনো চিঠি ফেরত আসে নি এখনো তাই শুনবে কি মরমধ্বনি সারারাত আহত পাখির সুরে আর গড়াবে অজস্র জল প্রতিবার বেজে যাক তবু আমার গীটার