জীবন এখনও আমাদের কাছে অচেনা আগন্তুক আদর্শ বুলি খুব জোরে বলি বুঝিনা জীবন অন্যরকম গুলিয়ে ফেলি না দুটো ক্লান্ত আমি অবশেষে, আদর্শের বিদায় অজ্ঞ আমি, পরাজিত সৈনিক, বিভ্রান্তে জরাই অপার কলুষতার মাঝে আছি দাঁড়িয়ে সময় কড়া নাড়ে (শত) আদর্শের দুয়ারে পরাজিত এক বীর গারদ ভেঙ্গে দিয়ে গাব আর্তনাদের গান সব ক্লান্তির হবে অবসান ধূসর কবিতায় রূপায়িত ছবি রংতুলিতে আবেগ মেখে বিষাদ বেদনা ধ্বংসের প্রয়াসে ক্লান্ত আমি অবশেষে, আদর্শের বিদায় অজ্ঞ আমি, পরাজিত সৈনিক, বিভ্রান্তে জরাই অপার কলুষতার মাঝে আছি দাঁড়িয়ে সময় কড়া নাড়ে (শত) আদর্শের দুয়ারে পরাজিত এক বীর গারদ ভেঙ্গে দিয়ে গাব আর্তনাদের গান সব ক্লান্তির হবে অবসান অবাক সব স্বপ্ন গড়ি সূর্যের আলোয় মেতে তোমার চরণতলে প্রার্থনাতে স্বপ্নমাখা মেঘের দেয়ালে আলোর আভাস ছড়াবো আমারই আকাশ, আমার আঁকা ছবি এঁকে যাই আমারই মতন করে অপার কলুষতার মাঝে আছি দাঁড়িয়ে সময় কড়া নাড়ে (শত) আদর্শের দুয়ারে পরাজিত এক বীর গারদ ভেঙ্গে দিয়ে গাব আর্তনাদের গান সব ক্লান্তির হবে অবসান...