(একই আকাশের নিচেই তো আছি না হোক এক শহর বৃষ্টি দেখে পাগলটার কথা না ভাবলেও পাগলটা ঠিক ভাববে অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায় সব গল্পের উপসংহার হয়না) ♪ আমার স্তব্ধ বিকাল তোমার ব্যস্ত সময় আমার মনের আকার তোমার নিঝুম সন্ধ্যা তোমার গল্পে আমি থেকেও নেই তবুও আমার গল্পে ভেবে যাই কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো বন্ধু...(বন্ধু) ফিরে এসো, এসো না ♪ (মনে পড়ে? তোমার কি মনে পড়ে? আমার বাঁকা হাতের লেখা চিঠিগুলোর কথা? কত আবেগ, কত ভালোবাসা জমা ছিলো! এখন, শুধুই অপূর্ণতা যেখানে আমার প্রাপ্তির তালিকায় তুমি অসীম শুন্যতার নাম) ♪ আমার ক্লান্ত আকাশ তোমার চিহ্ন গুলো আমার ভেজা দুঃখ তোমার বৃষ্টি বিলাস তোমার গল্পে আমি থেকেও নেই তবুও আমার গল্পে ভেবে যাই কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো বন্ধু... ফিরে এসো, এসো না ♪ কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো কিছু কথা এখনো তোমায় বলার বাকি ছিলো কিছু অপূর্ণতাই আমার মাঝে রয়ে গেলো বন্ধু... ফিরে এসো, এসো না (অধরা! মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায় সব গল্পের উপসংহার হয়না)