ভিন্ন পরিবেশে বেড়ে ওঠায় ছিন্ন মনে জীবনকে বোঝায় সাদাকালো হয়ে ঝরে যায় স্বপ্নগুলো তাদের মিথ্যে হয় কত কষ্ট দেখেছে জীবনে অনাহারে দিন যায় তবু হাসে আনমনে সাদাকালো হয়ে অন্ধকার জীবন জুড়ে রয় হাহাকার ♪ ওরা জানেনা কিছু ওরা পথশিশু ওদের নেই কোন কিছু ওরা পথশিশু ♪ ওরা জানেনা কিছু ওরা পথশিশু ওদের নেই করার কিছু ওরা পথশিশু (ময়লামাখা মুখটা দেখে ওদের প্রতি কারো মায়া জন্মায়না অবশ্য তাদের কোন দুঃখও নেই তাতে দুঃখ কি! তাই চেনে না! তবুও নীরবে স্বপ্ন দেখে যায় অনাদরে বেড়ে ওঠা সকল পথশিশু) যতদিন যাবে স্বপ্ন বাকি হবে স্বপ্ন দেখা হবে তবু নীরবে জীবন মানে স্বপ্নের কোলাহল স্বপ্নগুলো তাদের মিথ্যে হয়