Kishore Kumar Hits

Maya Sen - Mohabiswe Mohakashe şarkı sözleri

Sanatçı: Maya Sen

albüm: Anandadhara


মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে
তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে
নীরবে একাকী আপন মহিমানিলয়ে
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে
তুমি আছ মোরে চাহি আমি চাহি তোমা-পানে
অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে
তুমি আছ মোরে চাহি আমি চাহি তোমা-পানে
স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর
স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর
এক তুমি, তোমা-মাঝে আমি একা নির্ভয়ে
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে
মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar