Kishore Kumar Hits

Maya Sen - Chhinno Patar Sajai şarkı sözleri

Sanatçı: Maya Sen

albüm: Nai Ba Dako


ছিন্ন পাতা
I playfully build a boat made of torn leaves
They seem like boats of cloud
Set free by an absent minded girl from the distant horizon
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
আনমনা যেন দিকবালিকার
আনমনা যেন দিকবালিকার
ভাসানো মেঘের ভেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা

যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
সকালে ধরানো আমের মুকুল
ঝরানো বিকালবেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা

যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিনশেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে
যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিনশেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
চিরদিন আমি পথের নেশায়
পাথেয় করেছি হেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
আনমনা যেন দিকবালিকার
আনমনা যেন দিকবালিকার
ভাসানো মেঘের ভেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar