Kishore Kumar Hits

Maya Sen - Jani Jani Kon şarkı sözleri

Sanatçı: Maya Sen

albüm: Jani Jani Kon


জানি জানি কোন আদি কাল হতে
I know, I know, oh Lord
That from time immemorial
You have floated me on the stream of life
And now suddenly, oh my Beloved
You have filled that life with pure delight
জানি জানি কোন আদি কাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে
সহসা হে প্রিয়, কত গৃহে পথে
রেখে গেছ প্রাণে কত হরষন
জানি জানি কোন আদি কাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে
সহসা হে প্রিয়, কত গৃহে পথে
রেখে গেছ প্রাণে কত হরষন
জানি জানি কোন আদি কাল হতে
কতবার তুমি মেঘের আড়ালে
এমনি মধুর হাসিয়া দাঁড়ালে
কতবার তুমি মেঘের আড়ালে
এমনি মধুর হাসিয়া দাঁড়ালে
অরুণ-কিরণে চরণ বাড়ালে
ললাটে রাখিলে শুভ পরশন
জানি জানি কোন আদি কাল হতে
সঞ্চিত হয়ে আছে এই চোখে
কত কালে কালে কত লোকে লোকে
কত নব নব আলোকে আলোকে
অরূপের কত রূপদরশন
সঞ্চিত হয়ে আছে এই চোখে
কত কালে কালে কত লোকে লোকে
কত নব নব আলোকে আলোকে
অরূপের কত রূপদরশন
কত যুগে যুগে কেহ নাহি জানে
ভরিয়া ভরিয়া উঠেছে পরানে
কত যুগে যুগে কেহ নাহি জানে
ভরিয়া ভরিয়া উঠেছে পরানে
কত সুখে দুখে কত প্রেমে গানে
অমৃতের কত রসবরষন
জানি জানি কোন আদিকাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে
সহসা হে প্রিয়, কত গৃহে পথে
রেখে গেছ প্রাণে কত হরষন
জানি জানি কোন আদিকাল হতে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar