Kishore Kumar Hits

Maya Sen - Jani Nai Go Sadhon şarkı sözleri

Sanatçı: Maya Sen

albüm: Jani Nai Go Sadhon


জানি নাই গো
Oh Lord, I don't know the ritual of worshiping You
I've played in the dust at Your door
And I was innocent
I came to You as I was
And I didn't fear You in the darkness
Oh Lord, I don't know the ritual of worship
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে
অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে
ভয় করি নি, ভয় করি নি তোমায় আমি অন্ধকারে
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে
"পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে"
তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে
"পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে"
ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে
ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে
ওরা আমায়, কেন ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই
জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar