Imon Chakraborty - Morilo şarkı sözleri
Sanatçı:
Imon Chakraborty
albüm: Rabindranather Gaan Aar Imon
মরি লো মরি
আমায় বাঁশিতে ডেকেছে কে
ভেবেছিলেম ঘরে রব
কোথাও যাব না
ভেবেছিলেম ঘরে রব
কোথাও যাব না
ওই যে বাহিরে বাজিল বাঁশি
ওই যে বাহিরে বাজিল বাঁশি
বলো কী করি
আমায় বাঁশিতে ডেকেছে কে
♪
শুনেছি কোন কুঞ্জবনে যমুনাতীরে
সাঁঝের বেলা বাজে বাঁশি ধীর সমীরে
শুনেছি কোন কুঞ্জবনে যমুনাতীরে
সাঁঝের বেলা বাজে বাঁশি ধীর সমীরে
ওগো, তোরা জানিস যদি আমায় পথ বলে দে
আমায় বাঁশিতে ডেকেছে কে
♪
দেখি গে তার মুখের হাসি
তারে ফুলের মালা পরিয়ে আসি
দেখি গে তার মুখের হাসি
তারে বলে আসি "তোমার বাঁশি
আমার প্রাণে বেজেছে"
আমায় বাঁশিতে ডেকেছে কে
মরি লো মরি
আমায় বাঁশিতে ডেকেছে কে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri