Kishore Kumar Hits

Swagatalakshmi - Dino Sheshe Bosonto şarkı sözleri

Sanatçı: Swagatalakshmi

albüm: Hothat Dekha


একদিন যুগলের যাত্রা হয়েছিল শুরু
বক্ষ করেছিল দুরু দুরু অনির্বচনীয় সুখে
বর্তমান মুহূর্তের দৃষ্টির সম্মুখে
তাদের মিলনগ্রন্থি হয়েছিল বাঁধা
সে মুহূর্ত পরিপূর্ণ, নাহি তাতে বাধা
দ্বন্দ্ব নাই, নাই ভয়, নাইকো সংশয়
তুমি একা, রিক্ত তব চিত্তাকাশে কোনো বিঘ্ন নাই
সেথা পায় ঠাঁই পান্থ মেঘদল
লয়ে রবিরশ্মি লয়ে অশ্রুজল
ক্ষণিকের স্বপ্নস্বর্গ করিয়া রচনা
অস্তসমুদ্রের পারে ভেসে তারা যায় অন্যমনা
চেয়ে দেখো, দোঁহে যারা হোথা আছে, কাছে-কাছে
তবু যাহাদের মাঝে অন্তহীন বিচ্ছেদ বিরাজে
কুসুমিত এ বসন্ত, এ আকাশ, এই বন
খাঁচার মতন রুদ্ধদ্বার, নাহি কহে কথা
তারাও ওদের কাছে হারালো অপূর্ব অসীমতা
দুজনের জীবনের মিলিত অঞ্জলি
তাহারি শিথিল ফাঁকে দুজনের বিশ্ব পড়ে গলি
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে, দিনশেষে
তাই নিয়ে বসে আছি, বীণাখানি কোলে
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে, দিনশেষে
তারি সুর নেব ধরে
আমারি গানেতে ভরে
তারি সুর নেব ধরে
আমারি গানেতে ভরে
ঝরা মাধবীর সাথে যায়, যায়, যায় সে যে চলে
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে, দিনশেষে
থামো থামো দখিনপবন
কী বারতা এনেছ তা কোরো না, কোরো না, কোরো না গোপন
থামো দখিনপবন
কী বারতা এনেছ তা কোরো না, কোরো না, কোরো না গোপন
যে দিনেরে নাই মনে তুমি তারি উপবনে
যে দিনেরে নাই মনে তুমি তারি উপবনে
কী ফুল পেয়েছ খুঁজে
ওগো, কী ফুল পেয়েছ খুঁজে
গন্ধে প্রাণ ভোলে
দিনশেষে বসন্ত যা প্রাণে গেল বলে, দিনশেষে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar