Kishore Kumar Hits

Swagatalakshmi - Chitto Pipasito Re şarkı sözleri

Sanatçı: Swagatalakshmi

albüm: Hothat Dekha


অকাল বসন্তে জেগেছিল ভোরের কোকিল
সেদিন তার চড়িয়েছি সেতারে
গানে বসিয়েছি সুর
যাকে শোনাবো তার চুল যখন হল বাঁধা
বুকে উঠলো জাফরানি রঙের আঁচল
তখন ঝিকিমিকি বেলা
করুণ ক্লান্তি লেগেছে মুলতানে
ক্রমে ধূসর আলোর ওপরে কালো মরচে পড়ে এলো
থেমে যাওয়া গানখানি নিভে যাওয়া প্রদীপের ভেলার মতো
ডুবলো বুঝি কোন একজনের মনের তলায়
উঠল বুঝি তার দীর্ঘ নিঃশ্বাস
কিন্তু জ্বালানো হলো না আলো
ওই সবুজ ডানাওয়ালা পাখিটার নাম জানেন?
জীবজগতে পাখি আছে সেটা এতদিন সাধারণ ভাবেই জানতুম
বিশেষভাবে জানবার সময় পাইনি
এখানে এসে আশ্চর্য এই যে স্পষ্ট জানতে পেরেছি
পাখি আছে এমনকি তারা গানও গায়

চিত্ত পিপাসিত রে
গীতসুধার তরে
চিত্ত পিপাসিত রে

তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা
তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা
কাতর অন্তর মোর লুণ্ঠিত ধূলি 'পরে
গীতসুধার তরে
চিত্ত পিপাসিত রে

আজি বসন্তনিশা, আজি অনন্ত তৃষা
আজি বসন্তনিশা, আজি অনন্ত তৃষা
আজি এ জাগ্রত প্রাণ তৃষিত চকোর-সমান
গীতসুধার তরে
চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে
চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে
অন্তর বাহির আজি কাঁদে উদাস স্বরে
গীতসুধার তরে
চিত্ত পিপাসিত রে
গীতসুধার তরে
চিত্ত পিপাসিত রে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar