Kishore Kumar Hits

Madhubanti Bagchi - Haajar Kotha şarkı sözleri

Sanatçı: Madhubanti Bagchi

albüm: Haajar Kotha


দূরে দূরে দূরে কোথাও, পৃথিবীর শেষ কিনারায়
আমাদের দু'জনের আকাশ যদি আজ আবার মিশে যেতে চায়
তোমার শহরে আঁধার এখন, হাতঘড়ি হিসেব রাখে তার
ভোরের আগে আমি নাহয় আলো হয়ে উঠবো তোমার
হাজার কথার উজান বায়ে তোমার কাছে এসে
হাজার রকম ভাবনা আমার সেই তোমাতেই মেশে
তোমায় নিয়েই বাড়ছি আমি যতই দূরে রই
সময়, তোমার সময় হলো কই?
সময়, তোমার সময় হলো কই?

আমার এ ঘরে তুমি শুধু, তোমাকেই ভীষণ প্রয়োজন
তোমার ভাষাতেই প্রথম কথা, আমাদের প্রথম উচ্চারণ
তোমার স্মৃতিটাই ইতিহাস, তুমি তার খবর রাখো কি?
এতটাই কি সহজ ভুলে যাওয়া? কোনোদিন ভুলেও ভাবিনি
হাজার কথার দেশ পেরিয়ে কথার তেপান্তরে
ঝড়ের মতো আসবে কি আর আমার ভাঙা ঘরে?
তোমায় নিয়েই বাড়ছি আমি যতটুকু দূরে রই
সময়, তোমার সময় হলো কই?
সময়, তোমার সময় হলো কই?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar