আমাদের ভালোবাসা কোন কারনে একাকি করেছে দু'জনাকে হৃদয়ে ধূলোজমা জীবনের পথে নিঃস্ব হয়েছি আমি জানাতে চাইনি পালাবার কারন নিরব থেকেছি নিথর হয়ে দৃষ্টিটা শুধু ঝাপসা ছিলো যে অন্যরকম এক চোখের জ্বলে বেদনার আবেগে প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে জীবন আমার থমকে আসন্ন এক মরনে... আমাদের ভালোবাসা কোন কারনে একাকি করেছে দু'জনাকে হৃদয়ে ধূলোজমা জীবনের পথে নিঃস্ব হয়েছি আমি সেই তখন থেকে আমাদের এই পথ মোড় নিয়েছে অন্য বাঁকে এলোমেলো এই পাথর পথে হাটছি এখন এই স্মৃতির পাতায় একা... অন্যভূবনে যাবার সময় এ নয় আমার ভালোবাসার পরাজয় তোমার হৃদয়ের কষ্ট কমাতে এ আমার ভালোবাসা