কেউ নেই আজ কোথাও কেউ নেই শুন্য ঘরে আমি একা গোধূলীর জানালায় বিষণ্ণ আধাঁর ধায় বসে আছি নিঃস্ব আমি আজ একা এলাম যুদ্ধ শেষে নতুন স্বপ্ন নিয়ে তবে কেন ঘর আমার ডুবে থাকে আঁধারে কেউ নেই আঁধারে কেউ নেই আমার কেউ নেই আঁধারে কেউ নেই আজ আর কেউ নেই আঁধারে কেউ নেই আমার কেউ নেই আঁধারে কেউ নেই আজ আর কোথায় হারালো কোথায় প্রিয় সেই মুখ প্রিয় সবাই স্মরণের জানালায় যখনই তাকাই ভরে যায় দু'চোখ আমার বর্ষায় কেন যুদ্ধে গেলাম কেনই বা এলাম ফিরে কেন সারা ঘর আমার ভরে থাকে আঁধারে কেউ নেই আঁধারে কেউ নেই আমার কেউ নেই আঁধারে কেউ নেই আজ আমার নতুন দিনের যে ছবি এঁকেছিলে স্বাধীনতার কেন সেই দিন হলো মলিন ঢেকে গেলো আঁধারে কেউ নেই আঁধারে কেউ নেই আমার কেউ নেই আঁধারে কেউ নেই আজ আর কেউ নেই আঁধারে কেউ নেই আমার কেউ নেই আঁধারে কেউ নেই আজ আর