কোন দিন সব ঘোর ভেঙ্গে দিয়ে দেখবে এই নগর প্রতিমা যেন হয়ে গেছে ধুলিময় প্রান্তর হারিয়ে গেছে কত শতাব্দীর মহিমা জীবনের গতি কত মন্থর জীবনের গতি কত মন্থর ♪ কোন দিন এই প্রাণহীন লোকালয়ে থাকবেনা আর উগ্র কোলাহল শুনে দেখো ভেঙ্গে পড়া দেয়াল ফিরিয়ে দেয় কত মানুষের হাহাকার জীবনের গতি কত মন্থর জীবনের গতি কত মন্থর ♪ সেই দিন নিজ হাতে ভেঙ্গে দিয়ে সব জীবনেরই স্বপ্নগুলোকে ছেড়ে ছিলাম মোর গাঁ ভেবেছি যে বদলে যাবে ঋণ-ভারে নত, পরাজিত সেই জীবন নামের জুয়া খেলাতে যে ♪ প্রতিদিন এই মিথ্যের ইতিহাসে হারিয়ে যায় কত জীবনের সংগ্রাম পড়ে থাকে প্রানহীন দেহগুলি মুছে দেয় বৃষ্টি কত জীবনের স্বপ্ন জীবনের গতি কত মন্থর জীবনের গতি কত মন্থর ♪ কোন দিন এই নিষ্ঠুর প্রহসনে হয়ে যাবে ধ্বংস অশান্তির নীলাকাশ বেচে থাকে ছিটেফোটা স্মৃতিগুলো থেকে যাবে শুধু এই করুন উপহাস জীবনের গতি কত মন্থর জীবনের গতি কত মন্থর