নীল মেঘ আকাশে দেখো নির্বাক তারারা জ্বলে আমিও তাদেরই মতো দেখি মহাকালের শত ছবি ♪ সময়ের নানা বাঁকে জন্মেছি আমি বারে বার আমারই দু'টি চোখে অতীতের শত দৃশ্যপট তাই বলে যাই তোমাদের যে ছিল অহংকার-পূজারি সে যে ঝরে গেছে অবহেলাতে শাশ্বত আবেগমাখা স্বপ্নেরা আজও বেঁচে আছে অগোচরে অনন্ত এই মহাকালে সীমানা পেরিয়ে, ক্রান্তিকাল পেরিয়ে যুগে যুগে সত্য এমনই রয়েছে হে তবে কেন ঝলসে যায় আজ সত্য আবার যন্ত্রণাতে পুড়ছে আজ কেন স্বপ্নগুলো না-না-না-না মেতো না এ বিকৃত সুখের উৎসবে আর নতুন স্বপ্ন নাও এঁকে সত্যকে সুদূর এই সীমানা পেরিয়ে বেঁচে রয় যেন সেই স্বপ্ন অনাগত যুগে যুগে যেন আমি দেখে যাই আকাশের তারাদের মতো সত্যকে