সৃতির মাঝে হারাবো না আমি আর নতুন আশায় বেধেছি আমি মন আবার চোখেরই কোনে লুকনো শিশির নতুন এক আলোয় ভরে যাক অজানা সুখে রুপালি স্রোতে ফেরারি সৃতি ভেসে যাক পুরনো দিন পিছু ফেলে ভরে যাক আমার এই নতুন পৃথিবী নতুন আশায় চোখেরই কোনে লুকনো শিশির নতুন এক আলোয় ভরে যাক অজানা সুখে রুপালি স্রোতে ফেরারি সৃতি ভেসে যাক হৃদয়ে মায়া ভরা জোয়ারে ভেসে যেতে চাই আজ অচেনা উল্লাসে লহরী বেজে উঠুক বন্দরে সুরভিত হোক মন মায়াবি সুবাসে পুরনো দিন পিছু ফেলে ভরে যাক আমার এই নতুন পৃথিবী নতুন আশায় সোনালি দিনে না দেখা স্বপ্নে আমার এই দুচোখ ভরে যাক অজানা সুখে রুপালি স্রোতে ফেরারি সৃতি ভেসে যাক সৃতির মাঝে হারাবো না আমি আর নতুন আশায় বেধেছি আমি মন আবার সোনালি দিনে না দেখা স্বপ্নে আমার এই দুচোখ ভরে যাক অজানা সুখে রুপালি স্রোতে ফেরারি সৃতি ভেসে যাক