Kishore Kumar Hits

Warfaze - Moharaj şarkı sözleri

Sanatçı: Warfaze

albüm: Moharaj


সমাজ শিখরে আজ তুমি কি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে
সমাজ শিখরে আজ তুমি কি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পড়ে মনে
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

তোমার দু'পাশে মিথ্যে গুণগ্রাহী
দেবে কি বাধা, রাজা, জনতার এ মিলনে
তবে কি জনগন আজ পথের কাঁটা
যারা তোমায় ভালোবেসেছে মনে-প্রাণে
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পড়ে মনে
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ

হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
হে মহারাজ!

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Ma

2023 · single

Benzer Sanatçılar