Warfaze - Shomoy şarkı sözleri
Sanatçı:
Warfaze
albüm: Pothchola
একাকী হৃদয়ে থাকবে আর কতোকাল
ছন্নছাড়া অভিমান?
নিরালায় একাকী শুনবো আর কতোকাল
অন্ধকারের কলোতান?
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলী বলে যে যায় আমাকে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
দুঃস্বপ্নের দিন থমকে যে যায়
শুধু অবিরাম সময় বয়ে যায়
কতো বিষাদে কতো বিরহে
কতো প্রহর কেটে গেছে
বোবা সময়ের মৃদু স্পর্শে
সব যন্ত্রনা মুছে গেছে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান
নিঃসঙ্গ প্রাসাদে লিখবো আর কতোকাল
দীর্ঘশ্বাসের কবিতা?
মেঘ ঢাকা আকাশে আঁকবো আর কতোকাল
রঙহীন ধূসর জলছবি?
নেমেছি তাই আমি জীবনের পথে
বাতাসের কাকলী বলে যে যায় আমাকে
সময়ের ছলনায় ভুলে যাবো অভিমান
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri