কি আশা নিয়ে জেগেছি সকালে আঁকলাম সূর্য তোমার কপালে অথচ সারাকাশ জলে বিম্বিত দৃষ্টিবিভ্রম কল্পনাপ্রসূত রকম অনেক আশা নিয়ে আমি জেগে উঠি ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়ে উঠি আলো আরো আলো আঁধার ঘনালো আমার এ প্রাণ বৃথাই উড়ে বেড়ায় তোমারই ছায়ায় কি এক উৎকন্ঠা আমার সাঁঝের মেঘ ভেসে যায়, ভেসে যায় আমিও জেনেছি যে হায় শিশুর মতো হতে হয়, সরল হয় আমিও বুঝেছি যে হায় শিশুর মতো হতে হয়, সরল হয় ♪ যা কিছু সব আঁকা হয় তবু সে মুখ আসে না এ মায়ায় আসলে এরকম কোনো মুখ নেই যে আসলে এরকম কোনো মানুষ নেই যে সবই আছে মায়ায় মায়াবাদী নই আমি এ ধরায় আমার এ প্রাণ বৃথাই উড়ে বেড়ায় তোমারই ছায়ায় কি এক উৎকন্থা আমার সাঁঝের মেঘ ভেসে যায়, ভেসে যায় আমিও জেনেছি যে হায় শিশুর মতো হতে হয়, সরল হয় আমিও বুঝেছি যে হায় শিশুর মতো হতে হয়, সরল হয় ♪ আসলে এরকম কোনো মুখ নেই যে আসলে এরকম কোনো মানুষ নেই যে সবই আছে মায়ায় মায়াবাদী নই আমি এ ধরায় সবই আছে মায়ায় মায়াবাদী নই আমি এ ধরায়