Warfaze - Agami şarkı sözleri
Sanatçı:
Warfaze
albüm: Shotto
ধ্বংসের সীমানায়, স্বপ্নের সাজানো আঙিনায়
তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়
বেদনা ভুলে যাই, যখনই তোমাদের খুঁজে পাই
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়
♪
তুমি আশা, আগামী
অশ্রু ধোয়া, আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা, আগামী
মোহিত স্বপ্নে আমি
সোনালি দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ্য বাড়াই
বেদনার ধূসর বালুচরে
♪
তুমি কি কেঁদেছ যখনই অপমান দেখেছ?
যখনই এ বাংলা সয়েছে কালিমা অবহেলায়
পরাজয় মুছে যায় তোমার দৃপ্ত পদচারণায়
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
শোষিতের বিজয়ের কালে বিকশিত মনের কামনায়
তুমি আশা, আগামী
অশ্রু ধোয়া, আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা, আগামী
মোহিত স্বপ্নে আমি
সোনালি দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ্য বাড়াই
বেদনার ধূসর বালুচরে
♪
রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা
নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা
সংকীর্ণতা ভাঙলে এদেশ হবে ঋদ্ধ ঠিকানা
শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়
তুমি আশা, আগামী
অশ্রু ধোয়া, আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা, আগামী
মোহিত স্বপ্নে আমি
সোনালি দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ্য বাড়াই
তুমি আশা, আগামী
অশ্রু ধোয়া, আগামী
দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই
তুমি আশা, আগামী
মোহিত স্বপ্নে আমি
সোনালি দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ্য বাড়াই
বেদনার ধূসর বালুচরে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri