অন্ধ আঁধারে লুকিয়ে খুঁজে বেড়াই তোমার ছায়া সুপ্ত আলো কে জাগিয়ে ভরে দেই তোমার অতল প্রাণ ♪ তোমার হাত আজ আমার মুঠোয় কখনো ছাড়বো না যা দেখো যা শোনো আমার এই কথা মনে রেখো যা দেখো যা শোনো আমার এই কথা মনে রেখো ♪ ভোরের আলো আজ গায় তোমার সুরে দুপুরের ঘন আলোও বিকেলের স্তব্ধতা টেনে নিয়ে সন্ধ্যার তাঁরা হয়ে ওঠো তোমার হাত আজ আমার মুঠোয় কখনো ছাড়বো না যা দেখো যা শোনো আমার এই কথা মনে রেখো যা দেখো যা শোনো আমার এই কথা মনে রেখো ♪ যা দেখো, যা শোনো আমার এই গান তোমায় নিয়ে সর্বক্ষণ