মুছে যাচ্ছে, কাগজের লেখাগুলো আর তুমি নেই লেখার মাঝে আলোময় দিন হারিয়ে অহংকারের ভেতরে উড়তে চেয়ে তোমার সাথে দিক হারাতাম ছিলোনা কোন পিছুটান আজ তুমি নেই বলে একাই আমি পিছুটানই বর্তমান নিভে যাচ্ছে শহরের বাতিগুলো কাছে পাইনি তোমায় আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে আগামী দিনের আশাতে ♪ উড়তে চেয়ে তোমার সাথে দিক হারাতাম ছিলোনা কোন পিছুটান আজ তুমি নেই বলে একাই আমি পিছুটানই বর্তমান