এই মহা শূন্যতায় ডুবে থাকি অহংকারে আলোর নেশায় মগ্ন বুঝতে পারি না কি চাই ভালো লাগে না ডেকে ডেকে আমায় নিয়ে যাও সারা শরীর ক্লান্ত পড়ে রয় লাগে অসহায় এ অবেলায় বিষণ্ণ পড়ে রই বড় অসহায় এ তিক্ত নিঃসঙ্গতায় খুঁজতে থাকি তোমায় আমি কোলাহলে স্তব্ধ লুকাতে চাই আমায় আমি এই মৌনতা ভেঙেচুরে ওপারে নিয়ে যাও ডেকে ডেকে আমায় খুঁজে নাও ভেঙেচুরে ওপারে নিয়ে যাও ♪ সারা শরীর ক্লান্ত পড়ে রয় লাগে অসহায় এ অবেলায় বিষণ্ণ পড়ে রই বড় অসহায়