Firoze Jong - Aaste şarkı sözleri
Sanatçı:
Firoze Jong
albüm: Aaste
কোন শনিবার ফুটপাতে দাড়ায়
চুমুক দেই গরম চায়ে
পাশে সুবাতাস দিয়ে তুমি হেঁটে গেলে
প্রেম প্রেম ভাব জাগায়ে
ধরতে গেলে ফসকে গেলে
গণপিটুনি আছে কপালে
ওঠার আগেই কলার ধরে
মাম্মা বলে ওঠে
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
♪
পরের রাতে এসে খুব ঝাঁকায়ে
ঘুমিয়েছি ভোর রাতে
ঘুম থেকে উঠে বিবেকে আমার
পাপ পাপ বোধ জাগে
তোমার ছবি আমার মনে
আর দুঃখ আমার হাতে
মরে যাব তারই আগে
মাম্মা বলে ওঠে
মাম্মা বলে ওঠে
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
♪
কোথায় তুমি?
কোথায় তুমি?
কোথায় তুমি?
কোথায় তুমি?
পরে আবার কোন শনিবারে
চায়ের কাপটা হাতে
মনের দুঃখে বুকের কষ্টে
দুপুরেই চাঁদ জাগে
পাশ দিয়ে কে যেন আবার
হেঁটে যায় মুচকি হেসে
উঠতে যাবো তারই আগে
মাম্মা বলে ওঠে
মাম্মা বলে ওঠে
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে ভালোবাসিস
আস্তে আস্তে আস্তে আস্তে
আস্তে আস্তে মনটা দিস
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri