লাল রঙ আঁছড়ে পড়ে সবুজে Canvas-এ মানুষেরা ভাসে অগাধ জলে চোখ ডুবিয়ে লাশ ঘরে পোকাদের হাসি গাছে গাছে পাখিদের ফাঁসি সময় থাকে মুখ লুকিয়ে হঠাৎ কে যেন ডাকে জলের অতল Canvas-এর নীল ছবিতে মৃত্যুর দখল পরায় শেকল ♪ অন্ধকার কবর ছেড়ে ওঠে বাগানে বিষবৃক্ষে ফুল ফোটে ডানাভাঙ্গা পরীরা কাঁদে দুর্দিনে আজন্ম অন্ধ চোখ আলিঙ্গনে মৃত্যুর শপথ ঈশ্বরে আজ মানুষের ফাঁদে হঠাৎ কে যেন ডাকে অদৃশ্য হাত Canvas-এর ভুল ছবিতে ধীরে নামে রাত হঠাৎ কে যেন ডাকে অদৃশ্য হাত (অদৃশ্য হাত) Canvas-এর ভুল ছবিতে ধীরে নামে রাত হঠাৎ কে যেন ডাকে জলের অতল (জলের অতল) Canvas-এর নীল ছবিতে মৃত্যুর দখল