Kishore Kumar Hits

Indalo - Pathorer Araler Phool şarkı sözleri

Sanatçı: Indalo

albüm: Kokhon Kibhabe Ekhane Ke Jane


ধরো যদি এমন হয়
তোমাকে ছুঁয়ে দিলেই
অন্ধ পাখি পথ খুঁজে পায়
ধরো যদি এমন হয়
তোমার কথা ভাবতেই
মেঘগুলো ফুল হয়ে ঝরে যায়
তোমার খোঁজে দুপুর রাত
অসহায় গানের খাতায়
তুমি কি কেবলই অতীত
নাকি চিরচেনা পাথরের আড়ালের ফুল?

ধরো যদি এমন হয়
তোমাকে মনে পড়লেই
জোছনা স্থির হয় জানালায়
তোমার খোঁজে দুপুর রাত
তবুও থাকি অপেক্ষায়
দূরে চলে গেলেই কি
তাকে বলে ফাঁকি
নাকি ভুলে গেলেই হবে কোনো ভুল?
তুমি কি কেবলই অতীত
নাকি চিরচেনা পাথরের আড়ালের ফুল?
পাথরের আড়ালের ফুল
পাথরের আড়ালের ফুল

তোমার খোঁজে দুপুর রাত
তবুও থাকি অপেক্ষায়
দূরে চলে গেলেই কি
তাকে বলে ফাঁকি
নাকি ভুলে গেলেই হবে কোনো ভুল?
তুমি কি কেবলই অতীত
নাকি চিরচেনা পাথরের আড়ালের ফুল?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar