হৃদয়ে নেমেছে সন্ধ্যা কাটে না তবু সময় যা ছিল তবে কি সবই ছলনা? বলো না বদলেছে পৃথিবী পাল্টেছে সবই আসা যাওয়ার স্রোতে ভাসাই তোমায় অজানায় দূরে চলে গেছো আজ আমিও আছি দূরে জানি না কে কার হবে জানি না আজ কখন কিভাবে এখানে কে জানে? দুচোখে রেখেছি স্বপ্ন স্বপ্ন জুড়ে তুমি কেটে গেছে ভোর তবুও কাটে না এই ঘোর ডুবে থাকি বিশ-এ একুশের সকালে আঙুলের ফাঁকে জমে সাদা ঘাস অবিনাশ তুমি ভুলে আছো তাই আমিও থাকি ভুলে জানি না কে কার হবে জানি না আজ কখন কিভাবে এখানে কে জানে? জানি না কিভাবে এখানে কে জানে কখন কিভাবে এখানে কে জানে? কে ছিলো কার কবে কি মানে? কে জানে?