Kishore Kumar Hits

Nemesis - Nirbashon şarkı sözleri

Sanatçı: Nemesis

albüm: Tritio Jatra


এত দিনের পরেও যে
তুমি আসবে কখন কোথায়
কার সাথে ও কিভাবে
তোমার জায়গা নেই এখানে
তবুও দেখবো তোমার রঙে
এ জায়গা ভেসে উঠেছে
তোমার জন্যে সবাই সুখে
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতা
সহসা ভোর ওঠা
মোহ কাটা মহাত্মার সাজে
রবে আবির্ভাবে, এ অস্থিরতাই

তুমি আসবে বলে তাই
প্রতিক্ষণে আছে সবাই মুখরিত তোমারই গানে
আমি শুধু শুনে যাই
অবিরাম এই রঙ্গিন তুলোর মেঘের বৃষ্টি
ছুঁয়ে থাকে
তোমার সনে, কত জনে
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতা
সহসা ভোর ওঠা
মোহ কাটা মহাত্মার সাজে
রবে আবির্ভাবে এ অস্থিরতাই

মনের গভীরে আমি
ভেঙ্গে চলেছি সবই
নতুন সুরে ভাবি
আশা সব, দূরে সরে যায়
হতাশা, আমায় খুঁজে পায়
অসহায় কল্পনায় কোথায় তুমি

তোমারই প্রর্থনায়
রয়েছি অযথাই
অপেক্ষার প্রহরে
ছেঁড়া স্বপ্ন বুনে যাই
অসম্ভবের রেখাপথে
সাদা গানের নতুন সুর
হাত বাড়ানো তোমার দিকে আজ

সহসা ভোর ওঠা
মোহ কাটা মহাত্মার সাজে
রবে আবির্ভাবে বাস্তবতা
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে অস্থিরতা
এত দিনের পরেও যে...
অস্থিরতা
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar