সুরের স্বপ্নের মাঝে সে বসে থাকে তারই এক সুরে আমাকে ডাকে তার ডাক শুনে আমি যাই ছুটে ফিরে দেখি সবকিছু আঁধারে সব ভুলে যাবো কতদূর সবাই খুঁজে তারই স্বপ্নসুর ♪ সুরগুলো আজ সুরের মত নয় ভুল করা আজ আমাদেরই ভয় সব ভুলে যাবো কতদূর সবাই খুঁজে তারই স্বপ্নসুর কত, কতগুলো গল্প বলে দিয়ে যাবো মনে কি রাখবো তারই সুর কত ভুলে যাওয়া জায়গা কতগুলো আয়না, তবু দেখা যায় না তারই ভুল ♪ আলো নিয়ে তারই খেলা চারিদিকে অবহেলা স্বপ্নগুলো যায় হারিয়ে কত কথা শুনে ভাবি আমরা নাকি মহাপাপী কত কি, কিসের কারণে আলো নিয়ে তারই খেলা চারিদিকে অবহেলা স্বপ্নগুলো যায় হারিয়ে কত কথা শুনে ভাবি আমরা নাকি মহাপাপী কত কি, কিসের কারণে ♪ কত, কতগুলো গল্প বলে দিয়ে যাবো কত, কতগুলো আয়না, তবু দেখা যায় না কত, কতগুলো গল্প বলে দিয়ে যাবো মনে কি রাখবো তারই সুর কত ভুলে যাওয়া জায়গা কতগুলো আয়না, তবু দেখা যায় না তারই ভুল স্বপ্নসুর...