অট্টালিকার মাঝে পড়ে আছি ঘিরে আছে প্রাচীর চারিদিক আমার বিকৃত তুমি, বিকৃত সবই পাথরের নীচে আটকা পড়েছি আমি এক মুঠো মাটি সঙ্গী করে ময়লার নীচে ঘুরে ফিরি আমি দেয়ালের মাঝে দাঁড়িয়ে আমি দেখছি মানুষের আহাজারি এই হলো আমার দেশ তোমায় আমি ভালোবাসি এই হলো আমার জাতি তোমায় আমি ভালোবাসি এই ছিলো তাদের স্বপ্ন যারা তোমায় এনে দিয়েছে এই হলো আমার দেশ তবুও তোমায়... ♪ বন্য কুকুরও চিৎকার করে তারাও বাঁচতে চায় তোমাদের থেকে স্বর্ণের খাঁচা থেকে বের হয়ে দেখো কি হচ্ছে আশেপাশে বিবেক-বুদ্ধিকে প্রশ্ন করো আয়নায় নিজের পশুত্বকে দেখো নেশা ও নারীর মায়াজাল থেকে বের হয়ে এবার প্রাচীর ভাঙো এই হলো আমার দেশ তোমায় আমি ভালোবাসি এই হলো আমার জাতি তোমায় আমি ভালোবাসি এই ছিলো তাদের স্বপ্ন যারা তোমায় এনে দিয়েছে এই হলো আমার দেশ তবুও তোমায়...