ওই দূরে চলো না, নীল আকাশে হারিয়ে যাই, তোমার হাতটি ধরে পায়ে পায়ে ঘুঙ্গুর পায়ে, হারিয়ে তুমি কাশ বনের, মৃদুল বাতাসে হয়েছি ♪ চলো না হারিয়ে যাই, তোমায় নিয়ে কোনো নাম না জানা,ওই অজানা শহরে চলো ♪ ওই দুরের আকাশটাকে বলতে চাই, আমি তোমার হাতটা ধরে
রংধনুর মাঝে হারিয়ে যেতে চাই, আমি তোমায় নিয়ে ♪ চলো না হারিয়ে যাই, তোমায় নিয়ে কোনো নাম না জানা, ওই অজানা শহরে চলো