তুমি, আমি আর ক্ষয়ে যাওয়া চাঁদ সময়টা ভীরু নিষ্পাপ একদিকে কুয়াশা আর একদিকে জোছনা তাই তুমি যে কিছু বোঝো না এইসব হইচই ফেলে চলো চলে যাই গুনগুন গানের দেশে চলো নেমে যাই নেমে যাই ♪ কৃষ্ণচূড়ার বনে শীতের গায়ে গরম আদর মনের দোকান দ্বারে বিভোর মনে তোমায় আমি ডেকেছি বারেবার তাই তো তুমি শুনছো এখন আমার এই গান ♪ এইসব হইচই ফেলে চলো চলে যাই গুনগুন গানের দেশে চলো নেমে যাই এইসব হইচই ফেলে চলো চলে যাই গুনগুন গানের দেশে চলো নেমে যাই