Kishore Kumar Hits

Cain - Indra şarkı sözleri

Sanatçı: Cain

albüm: Savan EP


(Cover) by Indra
- Uploaded -
আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে নারে
এবার ভালো বাসতে আয়
তোর ছায়ার সঙ্গি হবো
দুহাতে প্রেম কুড়োবো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি হেসেই পেরুতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে আমার কপালে জোটে
দারুন খুশির দল
কে তুই বল.
কে তুই বল.
কে তুই বল. hmm
কে তুই বল
- Uploaded -
কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে
রেখে দে নয়তো দে উড়িয়ে
কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে
রেখে দে নয়তো দে উড়িয়ে
ও... আমাদের প্রেমের; পরোয়ানা জারি;
হয়ে গেছে অনেক আগে...
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
- Uploaded -
ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে
ভাবনা তোর আসছে দিন রাত ধরে
ভাল্লাগে চাইলে তুই আর চোখে
চাইছি তোর ওই দু চোখ আর তোকে
এলোমেলো মনটাকে
কি করে খেয়াল রাখে
কেন আমি এত করে তোকে চাই
পারবো না আমি ছাড়তে তোকে
পারবো না আমি ভুলতে তোকে
পারবো না ছেড়ে বাঁচতে তোকে
হয়ে যা না রাজি একবার.
এটা গল্প কার দেখো লিখছে কে
ভুলে অন্ধকার আলো শিখছে কে
এটা গল্প কার দেখো লিখছে কে
ভুলে অন্ধকার আলো শিখছে কে
কিছু আবদারের জানি নেই মানে
তোর সঙ্গে আজ আমাকে নে
এগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে
এগিয়ে দে এগিয়ে দে দু এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে
Must be follow
More Beautiful Tracks

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Yuna

2019 · mini albüm

Benzer Sanatçılar