Kishore Kumar Hits

Bhanga Bangla - Chup Thak şarkı sözleri

Sanatçı: Bhanga Bangla

albüm: Made in Bangladesh


তাকালে? তাকাবো, খবরদার ভাই
লেবু নাই, লবণ নাই, তোমার সব ড্রাই
গাড়িতে ঢুকেছি, কথা নাই, ড্রাইভ
আকাশে, আকাশে
উড়ে
আমরা তো আকাশে, আকাশে
আকাশে, আকাশে
উড়ে
আমরা তো আকাশে, আকাশে
লেবু নাই, লবণ নাই, তোমার সব ড্রাই
আরে এটা আমার ঘর
জুতো খুলো দুইটা (দুইটা)
আমি দেখলাম চোর
মাথায় দিলাম দুইটা (দুইটা)
বাংলা রেপের গড (আমি)
আমি বাংলা রেপের রাজা
তোমার চোখে দেখলাম গাধা (তুমি)
আমার ডাকনাম হলো বড় বাবা
মেয়েরা দেখলে বলে "ওরে বাবা"
আমার সাথে খেলে মরে যাবা
মরে যা সব evil
তোমরা তো পারোনি
নামটা কি মনে নাই
শিখাবো এখনই
পাগল লাইক মাধুরী
তোমরা তো জানোনি (জানোনি)
আমার বান্ধবীরা জোস
এটা ঝোল না এটা রস (রস)
আমি হলাম একটা কুকুর
বাসার পাশে আছে পুকুর
আমার কাপড় নাই, ন্যাংটা করে যাই, ডিমটা খাইনা (কুসুম)
আমি তো বাইরে, তোমাকে পাইনি, বন্ধুরা নাইরে, বন্দুক তো বাইরে
আমি আমার বন্ধু
কুর্তার নীচে বন্দুক
আম্মু বলে আল্লায় ডাকো (আম্মু গো)
আমি বলি আল্লায় ডাকে (আম্মু গো)
ঘামটা পড়ে হাতটা কাঁপে (কাঁপে)
আমি ঘরে গডরে শুনি
এখন তো আমি বুঝি
নামাজে যাইনি
নামাজে যাইনা
ঝামেলা চাওনা
ঝামেলা চাইনা
তোমার মাইয়া চিল্লায় ভাঙা বাংলা
পাকা পেঁপে নাকি বেগুন ভুনা
মেক্সিকানরা ডাকে পাপী চুলা
নাচলে নাচাবো
এখনই তাকাবো
কান ধরায় হাটাবো
মুখ খোলায় ভাঙাবো
চলনা, এখনই, কালকে তো নাই, নাই
By the way, আমি আর খালাম্মা, খাই
এখানে, কোনদিন খেলা নাই, নাই
আমাদের সময় নাই, কথা নাই, none
চুপ থাক
বন্দুক and a কুর্তা
চুপ থাক
চোখে দেখি কুত্তা (কুত্তা)
তাকালে? তাকাবো, খবরদার ভাই
লেবু নাই লবণ নাই তোমার সব ড্রাই
গাড়িতে ঢুকেছি, কথা নাই, ড্রাইভ
আকাশে, আকাশে
উড়ে
আমরা তো আকাশে, আকাশে
লেবু নাই লবণ নাই তোমার সব ড্রাই
তাদের সামনে বল আমি লুম্যাটিক
কিছু বললে আমি মেরে ফেলি ঠিক
তোর মাইয়া ছিল আমার এখন চিক
তোমরা বল শিট আমরা বানাই হিট
তোমার থেকে শুধু পয়সা নিবে
L.A তে এসে আমাকে দিবে
টান দিয়া, জামাটা ছিঁড়ে
কোরবানির মতো তোর গলাটা দিবে
বাঙালি বাঙালি
নবাব বাড়ি থেকে আসতেছি
ফেক মানুষ তোমরা শেষ
আলী হাসান তুমি শেষ
তুমি তো হারো আর আমিতো জিততেসি
তুমি তো কান্দো আর আমরা তো হাসতেসি
তোমরা খেলো, আমরা কাজ করি
দুধ খাইনা, শুধু খাই রুটি
তুমি তো রাগ আমি বিদেশী
ভালো তো খাইতেসি
খাবার তো মাংস তো রেখেছি
যারা মরে গেসে, তাদের জন্য হেনেসি ফেলতেছি
আগুন তো বানায় তো দেখ
ভাঙা বাংলা আমার সেট
পয়সা তো, বড় চেক
আকাশে উড়ে তো জেট
গাড়ি তো চালায় যাই
ফালতু ড্রাইভার তোর রাস্তায়
গ্যাসে খেলে আমি হাই
আমার দুই চোখ লাল হয়ে যায়
স্পিকারে আমার গান গায়
Weed আর মি: টুইস্ট খাই
ভাঙা বাংলা, আমরা পান খাই
বিপদে, আমার গান কই
আমার গান কই
চুপ থাক
বন্দুক and a কুর্তা
চুপ থাক
চোখে দেখি কুত্তা (কুত্তা)
তাকালে? তাকাবো, খবরদার ভাই
লেবু নাই লবণ নাই তোমার সব ড্রাই
গাড়িতে ঢুকেছি, কথা নাই, ড্রাইভ
আকাশে, আকাশে
উড়ে
আমরা তো আকাশে, আকাশে
লেবু নাই লবণ নাই তোমার সব ড্রাই
খুবই সুন্দর আয়না
তোমার পানি খাই না
তোমার মেয়েদের চাই না
আমি তোমার ভাই না (না)
চালু আনো, আয় না
শান্তি খুঁজে পাই না
গালাগালি করেছি
গুলি মেরেছি
কেউ বুঝেনি
ভালো ঘুমাইছি
সাবধান শয়তান
গাঁঞ্জা খাই, দুই টান
চোখে দেখে, ভয় পায়
গভীর রাতে, বাসায় থাকি
ভূতের সাথে পাশেই থাকে
টাকা পাশে, বন্দুক হাতে
জানি তো জাদু
আমি তোর আব্বু
আমি তো আলো
মেয়ে তো পাশে পাগল
আমার ভাইয়া ছাগল
আমরা খাইনা ছাগল
তোমার গানটা হাগু
আমার গানটা সবাই শুনে বলে
ওহ মাই গড, Young Prince তো আগুন (বান্ধুবি)
ভাঙা বাংলা, ভাঙা বাংলা
স্পোর্টস গাড়ি
ল্যাম্বো, রারি
চ্যাগায় বসে, খালি বলে ড্রাইভ
টাকা নাই, কারো সাথে কথা নাই
বিপদ দেখলেই ডাকি বড় ভাই
বড় ভাই ডাক দেয় এক হাজার guy
এখন সবাই মরবে
মেয়েটা সুন্দর, আমার পাশে বসে
আমার রঙটা হলো রিত্মিক রোশান
অনেক ঢঙ দেখায়, আমার থেকে সরে
আমার বোমটা আকাশ থেকে পড়ে
(আকাশে, আকাশে)
কথা বলে তো, তোর চুল পাকা
তোর দাঁত মাজা, তোর দাঁত ফাঁকা
গানটা শুনে বলে বুকে ব্যাথা
চুপ থাক
বন্দুক and a কুর্তা
চুপ থাক
চোখে দেখি কুত্তা (কুত্তা)
তাকালে? তাকাবো, খবরদার ভাই
লেবু নাই লবণ নাই তোমার সব ড্রাই
গাড়িতে ঢুকেছি, কথা নাই, ড্রাইভ
আকাশে, আকাশে
উড়ে
আমরা তো আকাশে, আকাশে
লেবু নাই লবণ নাই তোমার সব ড্রাই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar