Kishore Kumar Hits

Pramita Mullick - Tare Dekhte Pari şarkı sözleri

Sanatçı: Pramita Mullick

albüm: Prane Bejechhe


"বিবাহ-উৎসব" গীতিনাট্যের ৪৫ টি গানের মধ্যে ২৮ টি লিখেছিলেন রবীন্দ্রনাথ
তার এই গানগুলির মধ্যে কয়েকটি পূর্ব রচিত
আবার কয়েকটি হয়তোবা "বিবাহ-উৎসব"-এর জন্যই লেখা
কিন্তু পরে রবীন্দ্রনাথ সেগুলি অন্য কোনো নাটকে ব্যবহার করেছেন
"বিবাহ-উৎসব"-এর "তারে দেখাতে পারি নে কেন প্রাণ" গানটি
বছর পাঁচেক পর ফিরে এলো "মায়ার খেলা" গীতিনাট্যে

দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো
তারে দেখাতে পারি নে কেন প্রাণ
কেন বুঝাতে পারি নে হৃদয়বেদনা
দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো

কেমনে সে হেসে চলে যায়
কোন প্রাণে ফিরেও না চায়
কেমনে সে হেসে চলে যায়
কোন প্রাণে ফিরেও না চায়
এত সাধ এত প্রেম করে অপমান
দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো

এত ব্যথাভরা ভালোবাসা কেহ দেখে না
প্রাণে গোপনে রহিল
এত ব্যথাভরা ভালোবাসা কেহ দেখে না
প্রাণে গোপনে রহিল
এ প্রেম কুসুম যদি হত প্রাণ হতে ছিঁড়ে লইতাম
তার চরণে করিতাম দান
তার চরণে করিতাম দান
বুঝি সে তুলে নিত না, শুকাতো অনাদরে
তবু তার সংশয় হত অবসান
দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো
তারে দেখাতে পারি নে কেন প্রাণ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar