Kishore Kumar Hits

Pramita Mullick - Amar Poran Jaha Chay şarkı sözleri

Sanatçı: Pramita Mullick

albüm: Prane Bejechhe


সখী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত
মহিলা শিল্প মেলা উপলক্ষে
১২৯৫, ১৫ পৌষ
বেথুন স্কুলের প্রাঙ্গণে
রবীন্দ্রনাথের মায়ায় ঘেরা প্রথম অভিনয় হয়
রবীন্দ্রনাথের ভাষায় তাহাদের নাট্য মুখ্য নহে গীতিমুখ্য
এই গীতিনাট্য চরিত্র শান্তার একটি অন্যতম গান
আমার পরান যাহা চায়

আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়

তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও
তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে
আর কিছু নাহি চাই গো
আমার পরান যাহা চায়

আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী
দীর্ঘ বরস মাস
আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী
দীর্ঘ বরস মাস
যদি আর কারে ভালবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও তাই যেন পাও
আমি যত দুঃখ পাই গো
আমারও পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar