হতেছে পাগলের মেলা ক্ষেপাতে ক্ষেপিতে মিলে, মহাআনন্দে সদানন্দে আনন্দময়ী পড়েছে ঢলে। বড় ধুম লেগেছে হৃদিকমলে, মজা দেখিছে আমার মন পাগলে।। প্রেমিক পাগল বলে সকল তা বলে কি মন, মন কি টলে, পিতামাতা যার বদ্ধ পাগল, ভাল কি হয় তাদের ছেলে? বড় ধুম লেগেছে হৃদিকমলে, মজা দেখিছে আমার মন পাগলে।। শোন্ মা তারা, বিপদহরা, এই বেলা মা রাখছি ব'লে, শোন্ মা তারা, ভূভারহরা, এই বেলা মা রাখছি ব'লে, ভাসব জলে অন্তকালে, তনয় ব'লে করিস কোলে।। বড় ধুম লেগেছে হৃদিকমলে, মজা দেখিছে আমার মন পাগলে।।