একা স্বামী, ছটা পেয়াদা বল, মা, কিসে সামাই করি ♪ একা স্বামী, ছটা পেয়াদা বল, মা, কিসে সামাই করি আমার ইচ্ছা করে ওই ছটারে গরল খাইয়ে প্রাণে মারি ইচ্ছা করে, মন রে আমার ইচ্ছা করে ওই ছটারে গরল খাইয়ে প্রাণে মারি মা গো তারা ও শঙ্করী মা গো তারা ও শঙ্করী ♪ কালী নামের দাও রে বেড়া ফসলে তছরুপ হবে না ♪ কালী নামের দাও রে বেড়া ফসলে তছরুপ হবে না এ যে মুক্তকেশীর শক্ত বেড়া এর কাছেতে যম ঘেঁষে না মুক্তকেশীর শক্ত বেড়া এর কাছেতে যম ঘেঁষে না মন রে, কৃষিকাজ জানো না মন রে, কৃষিকাজ জানো না এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা মন রে, কৃষিকাজ জানো না মন রে, কৃষিকাজ জানো না ♪ যেই ধ্যানে এক মনে সেই পাবে কালিকা তাড়া ♪ যেই ধ্যানে এক মনে সেই পাবে কালিকা তাড়া ও মন, বের হয়ে দেখ, কন্যারূপে রামপ্রসাদের বাঁধছে বেড়া বের হয়ে দেখ, মন রে আমার বের হয়ে দেখ, মা, কন্যারূপে রামপ্রসাদের বাঁধছে বেড়া মন কেন মায়ের চরণ ছাড়া মন কেন মায়ের চরণ ছাড়া ও মন, ভাবো শক্তি, পাবে মুক্তি বাঁধো দিয়ে ভক্তিদড়া ভাবো শক্তি, পাবে মুক্তি বাঁধো দিয়ে ভক্তিদড়া মন কেন মায়ের চরণ ছাড়া মন কেন মায়ের চরণ ছাড়া মন রে, কৃষিকাজ জানো না মন রে, কৃষিকাজ জানো না