ভাবছো তুমি এই তো আছি বেশ রোদ লাগিয়ে গায়ে দেখছো রাতের শেষ ভাবছো তুমি হবে নিরুদ্দেশ শিশির মেখে পায়ে খুঁজছো পথের শেষ আমি তো আর তোমার মতন অন্যরকম নই বদলে যাবো সুযোগ পেলেই এমন মানুষ কই? আমি তো আর তোমার মতন অন্যরকম নই বদলে যাবো সুযোগ পেলেই এমন মানুষ কই? ♪ ঘরের থেকে পথ টেনেছো, পথের শেষে ঘর অন্যদিকে দরজা খোলা, আমায় ভাবছো পর ঘরের থেকে পথ টেনেছো, পথের শেষে ঘর অন্যদিকে দরজা খোলা, আমায় ভাবছো পর আর উল্টোপথে আমি অবাক চেয়ে রই আমি তো আর তোমার মতন অন্যরকম নই বদলে যাবো সুযোগ পেলেই এমন মানুষ কই? আমি তো আর তোমার মতন অন্যরকম নই বদলে যাবো সুযোগ পেলেই এমন মানুষ কই? ♪ ভাবছো তুমি এই তো আছি বেশ রোদ লাগিয়ে গায়ে দেখছো রাতের শেষ ভাবছো তুমি হবে নিরুদ্দেশ শিশির মেখে পায়ে খুঁজছো পথের শেষ আমি তো আর তোমার মতন অন্যরকম নই বদলে যাবো সুযোগ পেলেই এমন মানুষ কই? আমি তো আর তোমার মতন অন্যরকম নই বদলে যাবো সুযোগ পেলেই এমন মানুষ কই?